শাদা প্রজাপতি ❑ সাম্য রাইয়ানএইখানে আমি একা, নিঃসঙ্গ পরিব্রাজক।তারপরও সে আছে এখানেইমাড়াইকৃত চালের মতো শুভ্র শরীর নিয়েএখানেই কোথাও সে রয়ে গেছেঅপ্রকাশিত প্রজাপতি হয়ে।শাদা প্রজাপতি এক জীবন্ত এরোপ্লেন।হাত বাড়ালেই তার উন্মাতাল গানউঠে আসে হাতে কান্নার সুর। সাম্য রাইয়ান