❑ সাম্য রাইয়ান
জলের বাসরে ওরাসব নদীর বয়েসী
রৌদ্রসমুজ্জ্বল গুঞ্জনের মতো; মায়াময়
যাত্রার পথে—মাথার ওপরে আকাশ
এই সাক্ষ্য এতো উদ্ভট যেন
আমি তার গোপন প্রণয়ী। গোধূলীনির্ভর
জলজ সরোবর— গৃহত্যাগী বন্ধুকে বলি,
জীর্ণ খামারের পাশে
টমেটো বাগানের ঘ্রাণ পাওয়া গেলে
মৃত প্রেমিকার হাহাকার লুকানো
একটা ঘাসফড়িং থেকে
শুধু অপাঠ্য ধারণাপত্র জন্ম নিতে পারে!