❑ সাম্য রাইয়ান
মৌসুম চক্রে এতো বাতাশ ওঠে যেন মনে হয় ভেতর-বাহির সব ভেসে যাবে। এতো জোর কোত্থেকে পায়? কে এতো শক্তি যোগায় মনে মনে!
পালাবার সময় আমি তবু বাতাশের প্রেমে পড়ে যাই। আগেও অনেকবার আপ্লুত আবেগে তাকে জড়িয়ে নিয়েছিলাম। তবু দু’-একবার মেজাজ এমন হয়ে যায়, ইচ্ছে করে বাড়ির কুকুরটা লাগিয়ে দিই পিছে।
তারপর তবু হতাশ হতে হতে হতে হতে তলানিতে ঠেকে গেলে বিচিত্র ইচ্ছে জাগে মনে...