বৃষ্টিগন্ধা

❑ সাম্য রাইয়ান

হাতের তালুতে সহজ বেদনা লিখি;
লিখে রাখি ভারাক্রান্ত মন। সত্য শ্রী
জেনেও কেউ তো মুখ লুকিয়ে বাড়ি ফেরে,
যারা শুকনো বৃক্ষের মতো নির্বিকার
নির্লিপ্ত হাতঘড়ি। কোথায় জন্ম নিচ্ছে প্রতিদিন
অস্ফুট কণ্ঠস্বর! কাছে আছি। যতো হয়।
অনেক ছোবল লুকিয়ে হাতের তালুতে রেখে
হাসিমুখ এঁকে হেটে যাই বৃষ্টিগন্ধা ঠিকানায়!

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *