❑ সাম্য রাইয়ান
এক নির্বিরোধ মা দেখেছি আমি; হাওয়ায়-ছন্দে দুনিয়া সাজাচ্ছেন! সূর্যের ছাপ মারা মুখ তাঁর, শুধু একজন, পুরো পৃথিবীকে আশ্রয় দিচ্ছেন। এক করে করে বহুবার, প্রচণ্ড আলোর থাবা থেকে ছায়ার আঁচল পেতে চান করাচ্ছেন।
প্রভূত বৃষ্টিসম্ভাবনা মেনে দীর্ঘ-শ্বাসের দৃশ্য ছাড়াই আমি গুচ্ছ গুচ্ছ পাখিকে আকার দিচ্ছিলাম। জল ও জলধি বিষয়ক জটিলতার আগে আমি পিপাসা মেটাতে গাছের বাকল খুলে মুখ লাগালাম। দুই-একবার প্রকাশ্যে আফসোস যে হলো না, তা অবশ্য না। তবু ভাবনার থেকে অধিক, আত্মপ্রেমে কামার্ত হলো জল!