ট্রাফিক জ্যাম

❑ সাম্য রাইয়ান

চোখ থেকে চোখের দূরত্বে
পুঞ্জিভূত পেলব উত্তরমালা
অনিচ্ছার মাথায় উঠে লাফিয়ে
পড়লো রাস্তায়। দেখুন আমাকে
মনে হবে, আমি তার—সে আমার;
চলন্ত ট্রাফিক জ্যাম; মনে-মনে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *