তোমার দিকে, মধ্যরাতে

❑ সাম্য রাইয়ান

১.
আমার উঠোন কেঁপে ওঠে
         তোমার চুলের দোলায়...

২.
তোমাকে পাঠ করতেই দ্যাখো, কীভাবে
প্রতিটি লোমে লেগে যাচ্ছে রঙের চিহ্ন!

৩.
গহীনে ঢেলেছি যতো বেদনার ভার
তুমি আমায় উপশম দাও।

৪.
তোমার ঐ কালো টিপের সাথে
আমায় আর আটকে রেখো না;
টিপের আঠায়
আমিও হচ্ছি আঠালো
জড়িয়ে যাচ্ছি ক্রমশ।

৫.
যতোটা জানানো যায়
তার অধিক, জেনেছ সকলই।
পালক বদল করে, অন্যরকম
তুমিও বদল হও
বাতি নেভানোর পরে।

৬.
রোড পারমিট আছে
সিগন্যাল দেখছি, সবুজ বাতি
জ্বলছে; তবুও যাচ্ছি না।
 

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *