ঘুমনদী ❑ সাম্য রাইয়ানএই যে কৃষ্ণচূড়া ভর্তি নদীর মতো ঢেউ—এরও বিস্তরমহিমাগাঁথা লুকিয়ে আছে। আওয়াজ-গণ্ডি পেরিয়েকিছুটা সংগীত-স্নিগ্ধতা ধরে বুঁদ হতে চাই; চোখেরগভীরে ঘুমনদী বয়ে যায়, চলো তাতে নৌকা ভাসাই। সাম্য রাইয়ান