আমার সুইসাইডাল

❑ সাম্য রাইয়ান

বৃথা বয়ে যায় শব্দ, চৈতন্য; আদিম ঘুঘুর ঠোঁটে
লেখা হলো উধাও পথের ছবি। আমার সুইসাইডাল।
পুরোনো প্রেমিকের ছায়া থেকে গড়িয়ে পড়া শস্যঘ্রাণ;
পুড়ে যাওয়া কান্নার অলংকারে ঝরে যাওয়া পাতার নিঃশ্বাস।

আযানের মতো সরোবরে আমরা এখনও যুগপৎ
নিজেই নিজের শেষ দ্বিধা সাজিয়ে বসে থাকি।
কৃত্তিম জেব্রাক্রসিং মুছে ফেলে শ্রমলব্ধ সন্ধ্যা
স্ব-অংকিত চাঁদের দিকে খয়েরি জামা এগিয়ে দিই।

একটি জামায় প্রেম পার হবে না শুনেছো। সবুজ
ফিতার নামে কোলাহল হচ্ছে, এলো কুয়াশাভর্তি
খাম। আমাকে টানে ধীরে, অনিশ্চিত হাসি।
তার পাশে, বিষণ্ন সে’ও, সামান্য ঘণ্টাধ্বনিতে কাঁপে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *