কী প্রগাঢ় উজ্জ্বলতায়

❑ সাম্য রাইয়ান

কী প্রগাঢ় উজ্জ্বলতায় সে তাকিয়ে আছে
আমার দিকে; কী প্রগাঢ় উজ্জ্বলতায়!
অদ্ভুত দ্যুতিময় চেহারায় কোলাহলে
মুখরিত সকাল; আমি শুধু তাকিয়ে
একবার জিজ্ঞেস করি, রাত্রে
তবে কপালেই ছিলো কি সূর্যরেখা?

উত্তর করে সে, ছিলো বৈকি
ঘুমের ঘোরে অগ্রাহ্য করে সীমান্তরেখা
খুলে গেছে ঝাপির মুখ, আর ঝটপট
রাণীহারা মৌমাছির মতো বেরিয়ে পড়েছিলো
                              সহস্র নৈবেদ্য সাজিয়ে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *