উষ্ণতায়, উত্তাপে

❑ সাম্য রাইয়ান

উড়ন্ত ধুলোর মতো কুয়াশারা—প্রবীণবৃক্ষের
নিচে
সবিনয়ে মিলিত হলে, শীতকালীন
সন্ধ্যাগুলো ম্লান হয়ে যায়,
          স্মৃতির উষ্ণতায়!

শীতকাল ব্যর্থ হোক
তোমার গ্রীষ্মের কাছে।

লাল আগুনকে ঘিরে রয়েছে
শাদা পর্দা, সরের প্রলেপ; এই শীতে
আমিও চাইছি পুড়ে যেতে, উষ্ণতায়—উত্তাপে!

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *