❑ সাম্য রাইয়ান
আমি বোধ’য় হাসতে হাসতে মরে যাবো।
উজ্জ্বল আমার হাসি
তার শব্দ অশান্ত। যা কিছু আমি দেখি
চারিদিকে—চোখ বড় হয়ে যায়—ছানাবানা—!
হাসি পায় আনন্দে
হাসি পায় কান্নায়;
যখন
হাসাহাসি অন্যায়
আমি তখনও হাসতে থাকি, মনে হয়
আমি বোধ’য় হাসতে হাসতেই মরে যাবো।
আমি কি শিশু রয়ে যাবো? বাড়ছে না বয়স!
অবাক হচ্ছি আর দাঁত বের করছি খুব।
আমার মৃত্যু হ’লে
দেখবে খুব হাসছি;
তখন
একটা ছবি তুলে রেখো।