আলাপপর্ব

❑ সাম্য রাইয়ান

আবার মিলবো কবে—সেইদিন ভেজানো ভোরের পাত্রে
বুঝবে সবটা পুরনো অভ্যেস, সকরুণ হাহাকার।

— হবে।
— কবে?

তাকিয়ে থাকার কাল মিলবে আবার নদীপারে
ছড়ানো বাদাম শাড়িতে বাঁধবে যদি ধুলোয় লুটার কালে
সূর্যের রূপ ম্লান হয়ে তবু লুটাবে পায়ের কাছে

— কার?
— তোমার।


দুই

সা:    মেঘের পাত্রে দ্যাখো জীবন ভাসছে যুগপৎ...
তা:    এরচে’ বৃষ্টি ভালো।
সা:    মানুষ ছুটছে মানুষের ভয়ে, পালাচ্ছে হরদম।
তা:    চলো বাড়ি ফিরি কিছু ছলাৎ ছলাৎ শব্দে—
সা:    আগুনের কোনও উষ্ণতা নাই না কি!
তা:    লাইচ্যুত বগির কিনারে অবাক ফড়িং দাঁড়িয়ে—
সা:    চিন্তাবাক্স থেকে ছড়িয়ে পড়ছে মরানদী ছাইরঙ—
তা:    প্রতিটি ভোরের প্রস্ফুটিত হবার শব্দে
        তোমার ঘুম ভাঙে না?
সা:    কতো শিশুতোষ মৃত্যুর মতো দূরাগত সৈকতের গানে
        ঢুকে গ্যাছে জ্বলন্ত কেরোসিন...
তা:    ঘুঙুরের শব্দ শুনতে পাচ্ছো, খুব তীব্র হচ্ছে ধীরে—
সা:    শোনার ভেতরে শাদা পর্দা ছিঁড়ে যাচ্ছে—
তা:    আর ঘনিয়ে আসছে পাঁজর ভাঙার শব্দ!

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *