❑ সাম্য রাইয়ান
আংশিক মেঘলা থাকা ভালো, হাওয়ার উত্তাপ
পাওয়া যায়। ও বিমূর্ত কয়েন, বয়ে যাও
স্বপ্নের পাশ দিয়ে। অর্ধক্ষয়িত এই সুরভিখণ্ডকে
দ্যাখো; গভীর থেকে উঠে আসা সাইরেন
থামছে না। নীল একটা ঘোড়া শুধু
হাহাকারধ্বনি লুকাচ্ছে; তার অস্ফুট
ক্রন্দন বেয়ে নেমে যাচ্ছে তুমুল বিষাদ।