বিচ্ছেদ ❑ সাম্য রাইয়াননিদারুণ বায়ু জমে ভরে যায় খাবার বয়াম।পোশাক পাল্টে আজ দণ্ডিত জলপাই বনেরপাশে অন্ধ শামুক শোরগোল তুলেনেশাগ্রস্ত সংসারে ঢুকে যাচ্ছে।পাতার আড়ালে মূক ও বধিরএকটা চড়ুই, দু’ফোটালাফ দিয়ে ছড়িয়ে দিচ্ছে জল। সাম্য রাইয়ান