লিখিত রাত্রি—নয়

❑ সাম্য রাইয়ান

সাপের ঝাঁপির মতো যে ঘরটিতে আমি থাকি
তার পশ্চিমে একটা আকাশমুখী জানালা আছে।
ঘরের একমাত্র যাত্রী হিসেবে আমি প্রতিদিন
সেই জানালা দিয়ে জিরাফের মতো গলা বের করি।
আমাকে বাঁচতে হয় এতো এতো সুন্দরের মাঝে!


যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *