লিখিত রাত্রি—পঞ্চান্ন ❑ সাম্য রাইয়ানঘুমের ভেতরে ছিল জবুথবু ক্রোধ। নিশাচরএগিয়ে গেলে নৃত্যরত রাত্রির দিকে, ডানারআড়ালে লাফিয়ে পড়ে জীর্ণ হেলিকপ্টার। কোথায়লুকায়ে রাখি বিষাদগ্রস্ত ভ্রম, প্রাক-রাত্রিরবেদনাসকল; কোথায় লুকাই বলো তোমার শুভ্র শঙ্খ? সাম্য রাইয়ান