লিখিত রাত্রি—তেপ্পান্ন ❑ সাম্য রাইয়ানবাবার কান থেকে খসে যাচ্ছে গ্রামোফোনের সুর...পৃথিবীর সব পথ আজ ফাঁকা পড়ে আছে; কোথাওকোনো গান নেই। সারিবদ্ধ চিত্রকল্প হেঁটে হেঁটেওভারব্রিজ পার হলে, চূড়া থেকে অবিরত নেমেআসা হাসিভর্তি চুম্বনধ্বনি, আমাকে স্পর্শ ক’রো। সাম্য রাইয়ান