লিখিত রাত্রি—পঞ্চাশ ❑ সাম্য রাইয়ানবিবাহিত ভোর থেকে খসে গ্যাছে জ্বলজ্যান্ত সকলআড়াল। নাক ডোবালে তোমার মধ্যবিন্দুতে—যা কিছুপেতে চাই গভীর কূপ থেকে, তার সবটাইজীবন্ত জল হয়ে আসে প্রকৃত প্রস্তাবে। তারপরজামাজুড়ে শুধু মধু ও মহুয়ার ঘ্রাণ, বয়ে যায় সাম্য রাইয়ান