লিখিত রাত্রি—পাঁচ ❑ সাম্য রাইয়ানঐচ্ছিক প্রেমে খসে প’ড়ে শৈশবের সমূহ জিহ্বাজীর্ণ ভিখিরি হয়ে আটকে গেছে হলুদ ক্যানভাসে।এরকম অন্ধকার সময়গুলোতে মানুষ কী করে!নতুন প্রেমিকার কথা মনে ক’রে উচ্ছন্নে যায়না কি ডায়নোসরের ফসিল বুকে নিয়ে ঘুমায়? সাম্য রাইয়ান