লিখিত রাত্রি—তেতাল্লিশ ❑ সাম্য রাইয়ানরহস্যের উৎসমূল থাকে রাতের গভীরেপ্রোথিত। যতো নিষিদ্ধ স্তবক পাঠ করেছে তারাদুজনে; অপরকে আশ্রয় করেছে গোপনে। এতোযে অকারণে হাসি, আমি কি জানি, কাকে বলে প্রেম?অথবা শিখেছি কখনো জীবনের প্রকৃত বানান? সাম্য রাইয়ান