লিখিত রাত্রি—ঊনত্রিশ

❑ সাম্য রাইয়ান

কৈশোরসেতুর উপর দিয়ে হেঁটে এলাম শহরে।
কী আছে নদীর গভীরে? আস্ত মাতাল সাগর?
অথবা শামীম সৈকতের বাঁশি? কিছু নাই। —ছাই!
বৃথা নদীজন্ম, কৈশোরসেতু, সোডিয়াম আলো;
আমাদের কথা কেউ ভেবেছে, যারা ঘুমিয়েছে?

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *