লিখিত রাত্রি—চব্বিশ ❑ সাম্য রাইয়ানকবিতার বাইরে যার কোনও জীবনই নাইঅর্থলিপি নির্মাণ ক’রে সময়ের পাটাতনে উষ্ণ হলে জীবনবোধের পরিমাপ; কবিতালিখতে গিয়ে সে-তো নিজেই কবিতা হয়ে গেল!জীবন, তুমি তার আঙুলের সমানও নও। সাম্য রাইয়ান