লিখিত রাত্রি—পনেরো

❑ সাম্য রাইয়ান

এবার তবে জলের কীর্তন হোক, কেননা ওর
হৃদয়েই আমি দেখেছি অভাবিত শান্তির গাণ্ডীব।
ওদিকে সুদূর এক নারী মুগ্ধ ভাবে ফুটন্ত
জলের সামনে দাঁড়িয়ে আছে নিয়মমতো, যেন
প্রচণ্ড তাপে খসে যাবে শরীরের সমূহ জ্যোৎস্না।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *