লিখিত রাত্রি—তেরো

❑ সাম্য রাইয়ান

ছায়াকে পেছন ধরে আসতে নিষেধ ক’রে দিয়ে
নির্ভার প্রপাতের সামনে দাঁড়িয়ে আছি গিনিপিগ।
সচরাচর বাইরে আসি না দিনে, রাতটা ভালো
সূর্যের কাছে যাই না, দূরত্ব পুষি; বৃষ্টির সব
ভালোবাসা নিয়ে মৃত্যুর পাশে দাঁড়িয়ে থাকি।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *