লিখিত রাত্রি—বারো ❑ সাম্য রাইয়াননাগরিক সমূহ চোখ— শুধু নিজেকেই দ্যাখেপরিপার্শ্ব আড়াল হয় একেকটা হর্নে—শব্দে।পুরোটা থেকেও তারা চশমা ব্যবহার করেতবু কিছুই দ্যাখে না হায় আত্মকেন্দ্র ছাড়া।এভাবেই বাথটাবে শুয়ে ওরা মরে যাবে আজীবন। সাম্য রাইয়ান