❏ সাম্য রাইয়ান
ম্যাডামের দেশে ১
কোনও চিহ্ন রাখবেন না ম্যাডাম
এটা দাস ক্যাপিটালের যুগ
ঘরে ঘরে মার্কস ঢুকে যাবে।
বেনো জলে মার্কস আসার আগে
এসএমএস করে রাখবেন—
‘পরের ক্ষেতের ধান,
রাখিব অম্লান
কারোর ঘরে আগুন দিবো না রাগে।’
আরও বলবেন, রুপোর মূল্যে স্বর্ণ বিক্রি হবে
যার যা চাহিদা, আইফোন, বিরিয়ানি, সবই পূরণ হবে।
ম্যাডামের দেশে ২
মনে রেখ শাসক
লড়াই সংক্রামক!
বৃথা লাঠি-বন্দুক
ক্ষত-বিক্ষত বুক
তার মাঝে লালরঙা
প্রতিরোধ উৎসব!
শ্রাবণের ফ্যাসিবাদী রাতে
শুধুই সাপলুডু, ছেড়ে গেছে প্রেম
ও ম্যাডাম, ও প্রিয়
তোমার চুমুতে মরে গেলে
মিথ্যা কান্না ছুঁড়ে দিও!
তুমিই দেশপ্রেমিক, আমরা শুধুই শ্রমিক!
তুমি সর্বজ্ঞানী, আমরা বুঝি না কিছু
পেটে খিদা নিয়ে শান্তশিষ্ট আছি—
জিডিপি বেড়েছে মাথাপিছু!
ম্যাডামের দেশে ৩
ছেলেরা দখল নেবে সান্ধ্যকালীন মেঘ
মধ্যবিত্ত হাসি-খুশি মনে, হৃদয়ে আমার
ভালোবাসা-প্রেম নুয়ে পড়ে আন্দোলনে
ঘুরে যাবে সব, উলোট-পালোট
যেহেতু পৃথিবী গোল
ফ্যাসিস্ট হাহাকার, ঘুরেফিরে বারবার
খুব বেশি আবোল তাবোল!
হবে না সুযোগ, হয় না ম্যাডাম
মেহনতি মহাকাশ
(যদিও আবেগের দাস)
বৃথাই আবেগ প্রবণ!