❑ সাম্য রাইয়ান
যৌনতা, তাহলে ফিরে এলে গতিহীন সাইকেলে! কেমন দেখলে জীবন, কেমন ছেলেমেয়ে, যুবক-যুবতী! বসন্তের দিকে তাকিয়ে ওরা অহেতুক হাসিত্যাগ করে। নিশ্চুপ ধ্যানবিন্দু ভেদ করে পৌঁছনো যায় না সরোবরে? মিথ্যা আকাশের প্রতি টান ছিলো। বুঝিনি তীব্র ঝড়ের সংকেত। নকল নদীর প্রতি টান ছিলো। ‘ঝাউগাছ কই পাই?’ বলে ওঠে টনটনে রোদ। কিছুটা পেরিয়ে যায় নিশ্চুপ বালুর দুপুর। নকল নদীর পাশে আসল ঝাউ-য়ের বন— চিত্রকল্প ভাবো দামোদর, ব্যক্তিগত চিত্রকল্প ভাবো।