❑ সাম্য রাইয়ান
অপ্রিয় সত্য বলার ছলে ঈর্ষা এসেছিলো। বাজারফেরত অজস্র শরীর থেকে থকথকে ঘ্রাণ। অহেতুক জাজমেন্টাল রূপবতী বরফকলের পাখি। সকাল সকাল বাড়ি ফিরে যেও, ভুলে যেও চেয়েছিলে ঈর্ষার জামদানি। অন্ধ সই, তোমাকে দেব আমি কীসের সুসংবাদ! মুকুট, তলোয়ায় হারিয়ে ফেলবে। শব ভুলে যাবে পিতৃপুরুষের নাম। ভুলের বৈভবে, যেতে যেতে পাড়ি দেবে পথ, পার হবে বাড়ি।