❑ সাম্য রাইয়ান
মধ্যাহ্নভোজের নদী। অঘ্রাণে ফিরে আসে দারুণ দানব। ফোলা পেট। চোখদু’টি কোটরের পার। ফিরতি পথে বালিয়াড়ি ধরে— তাকায় এবেলা। বহুবিধ সৈকতের পাশে, ভাষাহীন মানুষের মলিন সঙ্গম। দূরের বাতির মতো, দেখা যায় তিস্তার বাথান। হলুদ আলো, চোখ নেই; কিছুটা দ্যাখে বোধয়। দিবস শেষে আহত সকল গান ফিরে পায় নিজস্ব ঘরের গলা। জাগে বাথানের ভাষা। আলিঙ্গন করে কিছুটা কনসার্ট।