হালকা রোদের দুপুর—৩৯

❑  সাম্য রাইয়ান

এপ্রিল শেষ হতে চলেছে। গার্হস্থ্য চিৎকারগুলি এইবার বুকপকেটে জমা করো। কিছু টানাপোড়েন, যা সহজ আকারে নয়, বেঢপ অসুন্দর— খুন করে দাও দুধকুমোরের জলে৷ ভাসিয়ে দাও লোভী পুরুষের ক্রুরতা। অন্তরা থেকে শুরু করো শবযাত্রা পরবর্তী গান। সুরহীন একেকটি দিন তালগোল পাকিয়ে যাচ্ছে। তবুও ধৃতাত্মাকে দাও অমরত্বের সংকেত। তবু দাও। অট্টহাসি কেটে কেটে দুপুরের সামান্য আহার। শস্যহীন মাঠছুঁয়ে সুষমবন্টন। মৃতের জন্য ধনাঢ্য প্রাচীর, জীবিতের গলায় ধনুর্বিদ্যা ও তীক্ষ্ণ তলোয়ার।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *