❑ সাম্য রাইয়ান
পাহাড় বোধয় জানে— কতোটা সহজ তুমি। কিছুটা আন্দাজ করি জলের প্রকারে। শস্যহীন এই পোস্টমাস্টার। কণ্ঠজুড়ে আচমকা আঘাত আর হারানো দিনের গান। চিঠিগুলো বের করে উড়িয়ে দিচ্ছে পুরনো প্রেমের কাছে। প্রাচীন রঙচটা বই, আমাদের নিজস্ব প্রেমের রঙ। ক্যালেন্ডারে বৃহস্পতিবার। প্রার্থনা করি, জীবনে শনি নেমে আসুক। শনির প্রকোপ হোক বন্দনার অধিক। সুরহীন তবু সহজ তোমার গান, তালহীন শব্দ। সারারাত্রি কনসার্ট নিয়ে কাটে। ব্যান্ডে গিটারের বুকে ঝুলে আছে তার। থলে ভর্তি হাসি নিয়ে এগিয়ে দাও তাকে মেরামতের আদিম প্রস্তাব।