❑ সাম্য রাইয়ান
যে রাস্তাটা চলে গেছে রিভার ভিউয়ের দিকে, আমি তার পাশে উবু হয়ে বসি। হাওয়ায় গল্প বলে সিগারেট ধরাই। মনে হয় রাত। জানি না, আসলে কি রাত? খোশগল্প করি বেহুদা কুকুরের সাথে। জ্যোৎস্নার দিকে তাক করা ল্যাম্পপোস্ট— থেকে থেকে জ্বলে। হঠাৎই জ্যান্ত হলো মন্দাক্রান্তা ফুল। কুকুর পেয়েছে পৃথিবীর ফৌজদারী ভালোবাসা। এমন আরো অনেকেই পুড়েছে রাজন্য চিতায়। পশু ছিলো, ভালো ছিলো; নিরুপায় মানুষ হয়েছে।