হালকা রোদের দুপুর—৩২

❑  সাম্য রাইয়ান

কেমন কুমির তুমি, পিঠে উঠে লোকে তামাশা করে, ছোলা-বুট খায়! জ্বলে ওঠে খাজকাটা দেহজ সুন্দর। এই তবে তোমার পরিণতি? কিছু তো অবাক করো। ঝোলা থেকে বের করো ভাষা। অথবা জলের কাছে উপশম চাও। ক্লান্ত দিনের শেষে লুট হয়ে গেছে তোমার প্রার্থনা, জানি আমি। না চাওয়ার আড়ালে তবু কিছু ভঙ্গি পুষে রাখো। আহত দিনের সুরহীন কথা, জমা রাখো এলোমেলো বাতাশের কাছে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *