❑ সাম্য রাইয়ান
অনেক তো গান হলো অচেতন রেডিয়োর পাশে। অমরত্বের আয়োজন। তুমুল নারী ও চন্দ্রমল্লিকা, তুলে নিচ্ছো— নাও। ওসব তোমাদের থাক। আহত আপেল, মাথাব্যথা ছড়িয়ে পড়ছে পূর্ণাঙ্গ শরীরজুড়ে। আজ সে স্থির, লোভ ও কান্নার যুগলবন্দী৷ ফিরিয়ে দিলো শয়নপ্রস্তাব। যখন শূন্যদ্যানে মানুষ ভাষাহীন, নিস্তরঙ্গ একটি বাথান। তার পাশে ফুল হয়ে ফুটে আছে ভোর, পশ্চিমে ইতস্তত মাচাঙের ঘর। বর্ষা ফুরালে ঋতু কেটে যাবে, দেখে নিও তুমিই আমার শব।