❑ সাম্য রাইয়ান
আমার পেয়েছে আনন্দ। দেখি সে তোমার মতোই ভালো। সারাদিনমান বিরক্ত করে না, সারা রাত্রি নির্ঘুম রাখে না, রোজ ঘন ঘন কাছেই ঘেঁষে না। আমার কতো না উল্লাস, জানে জতুগৃহ। ফিরিয়ে দিয়েছি কান্নার সংকেত। লালচোখ থেকে প্রতারণা খুলে নাও, দেখাও নিরং লাভা। তাকে তাকে সাজানো উদ্দাম নাচ— ননির সিম্ফনি! শোনা যায় দূরের হ্রেষা— ভূমিতে পাতো কান— শোন। পাহাড় ডিঙাতে আসছে ক্রুদ্ধ ঘোড়া, সেপ্টেম্বরে আর্তনাদের স্বরে।