হালকা রোদের দুপুর—২৭

❑  সাম্য রাইয়ান

প্রতিবেশি আগুনের প্রতি অপার হয়ে বসে আছো। অনেক খেলার শেষে হেরে যাওয়া ট্রফিকে দিয়েছো গোপন উল্লাস। ধনুকের তার থেকে হারিয়ে ফেলেছো সুর, সঙ্গ ও সমূহ কম্পন। এসেছিলে একবার, আগুনের সমান বয়সী প্রেমনিবেদন নিয়ে। গিলে ফেল ব্যক্তিগত টেম্পারেচার। আকস্মিক জল আহামরি নয়। সকল রোদের ছটা প্রকাশ্যে আসেনি। মাঠে হাহাকার; খেলাধুলা নাই৷ আকাশগঙ্গায় তবু যুক্ত হচ্ছি বিবিধ খেলায়। বিহ্বল দুপুরে অট্টহাসি প্রসব করছে ওরা মজাদার রেসিপির ভেতর। আমি হারছি না, অন্য কেউ জিতে যাচ্ছে খুব।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *