হালকা রোদের দুপুর—২৬

❑  সাম্য রাইয়ান

কে তুমি রবির স্বপ্নে ঢুকে হরণ করো ঘুম? করো বিবিধ আস্ফালন? রাতজাগা শেষে বরং আমার সঙ্গে চলো। প্রেমটেম সব বোরিং ব্যাপার৷ ছেলেমেয়েগুলো যার-তার কাছে ভালোবাসা চায়! কণ্ঠ থেকে খুলে পড়ে কঙ্কাল, সে রূপ নয়নতারার মতো। আকস্মিক জেগে ওঠে সূর্যলতা ফুল, আকাশ দেখার ছলে, ছবির ছলনায়। অবাক পরিখা এতো যে ডাকছো, গেলাম নাহয় তোমার কাছেই ধরো, ফিরবো কোথায়?

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *