❑ সাম্য রাইয়ান
একলা ছিলো নরম রোদের দিন। কোত্থেকে তার বন্ধু হলো গাছ, বন্ধ হলো ঘুম! অনেক উপদ্রব ছিলো বিকেলের ছোটবোন, বসন্তের ঐপারে। শহরের কোলে পাথরকুচি এক, নিতান্তই অবহেলায় ঝরে। অবাক আমার বিব্রত এই চোখে, উজ্জল হাঁস পালক ভেজায় সুখে। বাচ্চাগুলো খরগোশছানা হয়ে এদিক-ওদিক বরফ ছুঁড়ে মারে, বৃষ্টিরাগে জানলা খোলা মোজার্টের ঐপারে। আস্তে— ওই রূপ আসে ব্যাপক সুন্দর, বিপুল কান্না হয়ে। আনন্দের শয্যাপাশে গেঁথে রাখে যীশুর ক্রন্দন।