হালকা রোদের দুপুর—২২

❑  সাম্য রাইয়ান

অসংখ্য দুপুরের কথা বলা যেতে পারে, অগণিত মেঘেদের নাম। নির্ঘুম রাতের গল্প বলা যেতে পারে, অথবা দূরের কোনও গ্রাম। কোন গল্পে সূর্য অস্ত যাবে, ভেবে তুমি ছুঁড়ে দাও জৈষ্ঠের রোদ। আহত ফুলের পাশে গেঁথে রাখো শিশুদের হাসি। সকলই দরকারি, কেবল মানুষ অহেতুক। বিচিত্র বেদনা পুশ করছে খেলাচ্ছলে। কাঁদছে অক্টোপাস, প্রসাধনহীন চোখে। মঙ্গলের ভূমির মতো, শোকবার্তা হয়ে ছড়িয়ে পড়ছে ভালোবাসা। প্রচণ্ড প্রেমের কথা বলা যেতে পারে, কাঠফাটা রোদে ক্রিকেটের মাঠ। ভাঙা রেডিয়োতে ছড়িয়ে পড়ে সন্ধ্যা, এক বিরাট গরু-ছাগলের হাট।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *