❑ সাম্য রাইয়ান
বন্দুক বাজিও না রাসকেল, শব্দদূষণ হয়। বাস্তুশাস্ত্রে জাগে রঙধনুর ঘোড়া, শব্দ উড়িয়ে আসে। সারিবদ্ধ পাহাড়ের নিচে বৃদ্ধ গুলসারি, একা শুয়ে আছে। তার ঘুমের ভেতর, স্বপ্নে, জন্ম নিচ্ছে ফুল। কিছু পথচিহ্ন জেগে আছে অচেনা ফুলের শরীরে। অজস্র আলাপের পাশে ভিন্ন ভঙ্গিমায় যেন আটকে আছে তামাম দুনিয়া। গড়িয়ে যাচ্ছে দুপুর, আরো কিছুদূর, নষ্ট ঘড়ির কাছে। অপেক্ষার কিনারে দাঁড়িয়ে, খাবার নষ্ট হলো সব। তোমারও আহার হলো না।