❑ সাম্য রাইয়ান
মাথায়, অন্ধকারের দিকচিহ্ন নিয়ে ব্যাপ্ত পাখিদল। একটা জোকার হাসে মেঘের মতোই বিস্তৃত। ওকে কিছু পাউডার দাও, আর সামান্য ডেকোরেশন। লোকের আনন্দ হবে। আনন্দই তো ওদের কাছে সব। এই আনন্দ ওদের শব। যাবতীয় মস্তিষ্ক-বিকৃত অলঙ্কার— আনন্দের পেছনে লেলিয়ে দিয়েছে হাহাকার। তার পেছনে গ্রাম, মাহফিল। মোমবাতি উঁবু হয়ে জমেছে স্থির। স্বপ্নের পাশে একটা ছটফটে শহর, একাকী দ্বীপের মতো চঞ্চল। যেন ডুবে যাচ্ছে ব্যাকুলনদীর জলে।