হালকা রোদের দুপুর—১৪

❑  সাম্য রাইয়ান

আমার শৈশবের জবাগাছ— তোমার গ্রীবায় অনেক সংবেদনশীল সন্ধ্যা। সূর্যাস্ত ঘিরে ধরা তুমুল বাগান। গল্পটা নকল আকাশের— শৈশব মওসুমের। আমারও বয়স হলো, ফুরিয়ে গেল ঠোঁট! এই নিয়ে কথার কানাকানি। নিঃসীম জলাধার ঘেঁষে এমন বেদনা আছে, যা থেকে জন্ম নিতে পারে অপার বর্ষাকাণ্ড। অজস্র জলের কোলাহল দূরের প্রান্তরে। অন্ধ ভোরের নাম লিখে রাখো বনের গাছে গাছে। স্বপ্নহীন কুয়াশার বাথান চেনে ইতস্তত আগাছাসকল।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *