হালকা রোদের দুপুর—১২

❑  সাম্য রাইয়ান

বাড়ি ফিরে এলো যুদ্ধাহত ঘোড়া। তুমি তাদের অসুখের নাম। টান লাগা চকমকি পাথরের নাম। দুপুরের গলিতে নেমে হেঁটে যাচ্ছো সন্ধ্যার পাশে। কী সব বেদনা তোমার! দু-একটা লটকে রাখো ছালছাড়িয়ে। ঈগল এড়িয়ে যাবে, শকুনও ফিরিয়ে দেবে প্রেম। আহত ধনুর্বিদ্যা, আরেকটু গাড়িয়ে নেবে জলে? বীনার তার ধরে, উজ্জল। ঘন কালো রোদ, আর তাতে ব্যর্থ ফুলগুলো শুধুই বিড়বিড় করছে পাহাড়-পাহাড়। অনেকদিন আগে আমি আর পাহাড়, পরস্পরকে হারিয়ে ফেলেছি ভুট্টার ক্ষেতে।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *