হালকা রোদের দুপুর—১০

❑  সাম্য রাইয়ান

অনেক গানই তো অহেতুক গাই। অনেক সুরের ব্যাখ্যা জানি না। ধৃতরাষ্ট্রে খবর পাঠাবো। মোবাইলটা খুঁজে পাচ্ছি না! এইবার ডুবে যাবো পৌত্তলিক জলে। ডুবো জলের ক্ষণে স্পষ্ট টেলিভিশন— পরশু সন্ধ্যার আড়াল। তীব্র লুকোচুরি, পাশে গোল হয়ে বসো। হরিণের স্বপ্নের ভেতর কার যেন জ্বর। রাত্রির বারান্দায় লাফাতে লাফাতে, যারা মেতেছিলো— থেমে গেল তাদেরও ভালোবাসাবাসি। দুঃসহ আসিফের দিকে সামান্য ঝুঁকে, উন্মুখ, লুকিয়ে আছে ঝুঁকির ইশারা।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *