❑ সাম্য রাইয়ান
নাবিকের নিজস্ব বাগান। সমদ্বিবাহু গাছের আকারে— জলের একান্ত সাইরেন। অতলে নেমেছো তুমি— কামিনী ফুলের সন্তান, তাকাও তাকাও চোখ বড় করে ফুলবতী মায়ের দিকে। পরিচিতি নদের কিনারে, প্রতিচ্ছবি আলো হয়ে আছে। যা কিছু শৌখিন প্রত্যাশা, এর সব বারবার ব্যবহৃত, বিরক্তিকর, বাসযোগ্য নয়। তবুও অনেক বাকি। অনেক দেখার, অদেখার। অহেতুক সুড়ঙ্গ ধরে ডুবছে সন্ধ্যা। যেমন ডুবেছ তুমি আর আমার সাইলেন্স প্রেম। থেমে থেমে, ভেসে উঠছে যুদ্ধাহত দিনের প্রত্যাশা।