❑ সাম্য রাইয়ান
বিস্তর সামাজিক সমঝোতা পাঠাতে হচ্ছে হাওয়াবাগানের দিকে। নদীর বিস্তার ঘটে মহাবরিষণে।
জলের জন্ম নিয়ে সংশয়ে তুমি, কুয়াশায় মধ্যমাঠ থেকে যাত্রা করলে শুরু। তখনই মনে হলো, আজ সমুদ্রসংঘাতের যতো গভীর গোপন কথা তোমাকেই বলা প্রয়োজন। অথচ প্রেমের দিকে ধাবিত আমার যে ভীতুস্বভাব, তা-ও আজ ইতিহাসভুক্ত হয়ে গ্যাছে। ফলত আমার কোনও সফলতা হলো না পাওয়া।
ফলাফলে বিচিত্র ফল ও বীজের কথা ভেবে আপাতত ঘুমিয়ে পড়া ভালো।