❑ সাম্য রাইয়ান
রাতের ভেতরে ঢুকে চুপচাপ শুয়ে আছি।
বাড়ন্ত শব্দপ্রবাহের বেগে ভেসে যেতে যেতে
এতো দূরে, এক মিথ্যে বাড়ি
মহাজন বলো তো ভেতরে ঢুকতে পারি।
সামান্য পালকের নীচে, ঘুমের সমস্ত
ওম, পুরনো স্মৃতির মতো গাঢ় হচ্ছে!
রাতের ভেতরে ঢুকে চুপচাপ শুয়ে আছি।
বাড়ন্ত শব্দপ্রবাহের বেগে ভেসে যেতে যেতে
এতো দূরে, এক মিথ্যে বাড়ি
মহাজন বলো তো ভেতরে ঢুকতে পারি।
সামান্য পালকের নীচে, ঘুমের সমস্ত
ওম, পুরনো স্মৃতির মতো গাঢ় হচ্ছে!