কনফিউজড গোলাপ

❑ সাম্য রাইয়ান

অনেক ভেবেছি আমি, ‘তোমাকে’ গভীর থেকে লক্ষ করেছি; চাঁদ বা জ্যোৎস্না কোনোকিছুতেই আসলে মিল নেই।

মাতালের ঢুলুঢুলু চোখ এই মুহূর্তে আমাকে টানছে না। আমিই জীবন, তার সামান্য আনন্দ। গ্রামের জড়তা আমি অনন্ত সময়ের হাতে ছেড়ে দিয়েছি। এই অপরাধপুষ্ট বাতাশের রাজ্য প্রগতি পাবে ফের। ভালোবাসা আর প্রচণ্ড আবেগের অন্ধকার যেন পথভ্রষ্ট বাঙালি সৈন্য এক, বহুকাল আগে যে পথ ভুল করেছিলো, ফিরে আসবে।

—    গোলাপ, তুমি কনফিউজড হয়ো না; দ্বিধা-দ্বন্দ্ব সবার জন্য নয়।
—    আমার জন্য উত্তম হলো অকর্মণ্য এই শরীরে ক্রোধের বসতি টেনেহিঁচড়ে দূরে নিক্ষেপ করা।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *