শৈশবভর্তি গ্রাম

❑ সাম্য রাইয়ান

কোলাহলে ঘুমাও তুমি। নৈঃশব্দ্য আতঙ্কের। ভয় পেয়ে ভেঙে যেতে পারে ঘুম।

এইসব বৃষ্টিদিনে ভোরের আকাশে দ্বিধাহীন পাখি ভেসে থাকে। নদী ভেঙে যায়, আঁচল ভিজে যায়। হাতের আঙুলে লুকিয়ে থাকে শৈশবভর্তি গ্রামাঞ্চল। লালগ্রাম নীলগ্রাম ছুঁয়ে ছুঁয়ে একদা বিশেষ ভঙ্গিতে ঠোঁটের কারুকাজ দেখিয়েছো।

ঘুম ভাঙাবো না, তোমাকে জাগাবো না। কোলাহল হোক। সঙ্গীপ্রিয় হামিংবার্ডের মতো প্রেম জাগিয়ে ঘুমাও। চারিদিক উচ্ছন্নে যাক।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *